নেতাদের দাবি-বিএনপি নামলে সরকার টিকতে পারবে না

বিএনপি নেতারা বলেছেন, জামায়াতে ইসলামীর হালকা আন্দোলনই সরকার থামাতে পারছে না। আর বিএনপির আন্দোলন শুরু হলে সরকার তো টিকতেই পারবে না। গতকাল শনিবার আলাদা অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সকালে রাস্তায় বের হওয়ার পর জামায়াত-শিবিরের একটি মিছিল দেখতে পেলাম, কিন্তু সরকারের পুলিশ বাহিনী নীরব দাঁড়িয়ে ছিল। এতে মনে হলো, তারা তো শিবিরের ধাক্কাই সামলাতে পারছে না; আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামলে তো সরকার পালানোরও সময় পাবে না।'
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।
অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জামায়াতে ইসলামীর হালকা আন্দোলনই সরকার থামাতে পারছে না। আর বিএনপির আন্দোলন শুরু হলে তারা তো টিকতেই পারবে না। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন। মির্জা ফখরুলের মুক্তি এবং রুহুল কবির রিজভীসহ ১৮ দলের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
ফারুক বলেন, 'সরকার বিরোধিতা সহ্য করতে পারছে না। এলিট ফোর্স দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কারাগার ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে নির্দলীয় সরকারের চলমান আন্দোলন দমানো যাবে না।' তিনি বলেন, জামায়াত-শিবির নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের সভা-সমাবেশ করার অনুমতি দিলে চোরাগোপ্তা হামলা হতো না।
ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধ রাষ্ট্রদ্রোহসম- সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফারুক বলেন, 'ওই নিবন্ধে বিরোধীদলীয় নেতা দেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সরকারি দলের মন্ত্রী-এমপিদের বলব, বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে নয়, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করুন।'
সৈয়দ আবুল হোসেনের কারণেই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ আসেনি বলে দাবি করে ফারুক বলেন, দুর্নীতির অপবাদ আড়াল করতেই সরকার বিশ্বব্যাংকের অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করেছে। দেশের জনগণ বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর ঘরেও পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির টাকা রয়েছে।
ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, এ বি এম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ ভোলা জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখছেন। বিরোধী দল এবং দেশের সাধারণ জনগণের ওপর যে নির্যাতন তিনি করেছেন তাতে তিনি শান্তিতে নয় অশান্তিতে নোবেল পাওয়ার যোগ্যতা রাখেন।
সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামাল, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।

No comments

Powered by Blogger.