এনএবি কর্মকর্তা কামরানের মৃতদেহ উত্তোলন

পাকিস্তানের ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প (আরপিপি) দুর্নীতির তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। আত্মহত্যা, নাকি হত্যা_তা নিশ্চিত করতেই গতকাল শনিবার তাঁর মৃতদেহ তোলা হয় বলে জানিয়েছে ফরেনসিক বিভাগের চার সদস্যের একটি দল।
দলের প্রধান রানা নাসির আহমেদ বলেন, 'কামরান ফয়সালের প্রাথমিক ময়নাতদন্ত নিয়ে বিতর্ক শুরু হওয়ায় পাঞ্জাব ফরেনসিক বিভাগ কবর থেকে মৃতদেহ উত্তোলনের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা করতেই আমরা কবর থেকে তাঁর মৃতদেহ উত্তোলন করেছি।'
ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা আশরাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই দুর্নীতি তদন্তের ভার পড়ে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) ওপর। এনএবি কর্মকর্তা কামরান ফয়সালও ওই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৮ জানুয়ারি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ময়নাতদন্তে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.