আদালতের রুলের বিরুদ্ধে গিলানির আপিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শনিবার সুপ্রিম কোর্টের রুলের বিরুদ্ধে আপিল করেছেন। আদালত অবমাননার দায়ে গত বছর জুনে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর পদে গিলানিকে অযোগ্য ঘোষণা করেন।
এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ ও পাঁচ বছর তিনি সরকারি কার্যালয়ের দায়িত্ব নিতে পারবেন না বলেও রুল জারি করেন আদালত।
গত বছর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা
আবার চালু করতে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি দিতে গিলানিকে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট দায়মুক্তি ভোগ করেন_এ যুক্তি দেখিয়ে গিলানি চিঠি দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় আদালত অবমাননার মামলায় তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন আদালত। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.