রেজ্জাকুল ওমর ফারুককে ফের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে- ১০ ট্রাক অস্ত্র মামলা

 চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার গুরম্নত্বপূর্ণ আসামি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হায়দার। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তৎকালীন এ শীর্ষ কর্মকর্তার সঙ্গে হাওয়া ভবন ও সরকারের প্রভাবশালী নীতিনির্ধারকদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ আছে।
কিন্তু দু'দফায় ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদসহ মোট তিনবার রিমান্ডে নিয়েও তার মুখ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এনএসআইর অন্য চার কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করলেও এখনও জবানবন্দী দেয়নি রেজ্জাকুল হায়দার। অথচ সিআইডি এ আসামির কাছ থেকে অনেক গুরম্নত্বপূর্ণ তথ্য আশা করছে। এ অবস্থায় রেজ্জাকুল হায়দারকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের চিনত্মা করছে তদনত্মকারী সংস্থা। একই সঙ্গে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারম্নকসহ প্রথম তদনত্ম কমিটির ৪ সদস্যকে।

No comments

Powered by Blogger.