যশোরে ছাত্রলীগের সম্মেলনে ৫০ বোমা শত রাউন্ড গুলি॥ আহত ২০

 শনিবার রাতে যশোরে ছাত্রলীগের কাউন্সিলে ভোট প্রক্রিযা চলাকালে শহরের দড়াটানায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
এতে অনত্মত ২০ জন আহত হয় বলে প্রাথমিক তথ্যে জানা যায়। রাত সাড়ে ৮টার পর থেকে দফায় দফায় ৪০-৫০টি বোমা ও শতাধিক রাউন্ড গুলি বর্ষণ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ছাত্রলীগ কর্মীরা দড়াটানার আশপাশে অবস্থান নিয়ে সেস্নাগান দিতে থাকলে শহরময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্মেলনে ছাত্রলীগ সভাপতি প্রাথর্ী মহিউদ্দিন আহমেদ মুক্ত ও সম্পাদক এসএম হালিমকে পরাজিত করে লুৎফুল কবির বিজু সভাপতি এবং ফয়সাল খান সম্পাদক পদে বিজয়ী হচ্ছে- এ খবর ছড়িয়ে পড়ার পর বোমা বিস্ফোরণ শুরম্ন হয় বলে একটি সূত্র জানিয়েছে। সংঘর্ষ চলাকালে সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকীবকে বিুব্ধ কমর্ীরা ধাওয়া করে। তিনি পালিয়ে প্রাণে রা পান। এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৯টা) ধাওয়া পাল্টাধাওয়া চলছিল। এদের মধ্যে মিলন ওরফে মুরগী মিলন গুলিবিদ্ধ হয়েছে। ফারম্নক, সাজুসহ অনত্মত ২০ জন আহত হয়। তবে প্রত্যদশর্ীরা জানিয়েছেন, আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

No comments

Powered by Blogger.