জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম আমাদের চিকিৎসা ব্যবস্থা

চলে গেলেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম। চিকিৎসাবিজ্ঞানের প্রতিভাবান এই গুণী চিকিৎসক দেশের জন্য রেখে গেছেন অপরিসীম অবদান যা বলে শেষ করা যাবে না।
বিভিন্ন গবেষণা এবং অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদকসহ বিভিন্ন রকম পুরস্কার। গত ২৪ জানুয়ারি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি না ফেরার দেশে। দেশ হারালো এক শ্রেষ্ঠ সন্তানকে, যা কোনদিন পূরণ হবার নয়। জাতির জনকের ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসক হিসেবে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ গোটা জাতি আজ শোকবিহ্বল জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের মৃত্যুতে। দীর্ঘদিনের কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে তার লাশ পৈতৃক নিবাস চট্টগ্রামের চন্দনাইশে সমাহিত করা হয়। জাতীয় অধ্যাপক তার সৃষ্টি এবং গবেষণার মাধ্যমে চিরদিন অম্লান হয়ে থাকবেন সারাদেশের মানুষের মনের মণিকোঠায়। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
রণজিত, আছাদগঞ্জ, চট্টগ্রাম।

No comments

Powered by Blogger.