এবার যাঁরা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন

জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এগারো সুধী/প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার' ২০১০ প্রদানের জন্য মনোনীত করেছে। এক সরকারী তথ্য বিবরণীতে এ কথা বৃহস্পতিবার বলা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এ কে এম সামসুল হক খান (মরণোত্তর), সৈয়দা সাজেদা চৌধুরী, বেলাল মোহাম্মদ; শিায় প্রফেসর ড. জিল্লুর রহমান সিদ্দিকী, যতীন সরকার; সাহিত্যে রোমেনা আফাজ (মরণোত্তর), ড. মুস্তাফা নূরউল ইসলাম; সংস্কৃতিতে বাংলা একাডেমী, ওয়াহিদুল হক (মরণোত্তর), আলমগীর কবির (মরণোত্তর) এবং ফেরদৌসী প্রিয়ভাষিণীকে 'স্বাধীনতা পুরস্কার' ২০১০ প্রদান করা হবে।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পাবেন একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও নগদ এক লাখ টাকা। আগামী ২৬ মার্চ মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে এ পুরস্কার। উলেস্নখ্য, ১৯৭৭ সাল থেকে সরকার এই পুরস্কার প্রদান করে আসছে।

No comments

Powered by Blogger.