কানাডা থেকে সাদি গাদ্দাফির দেহরক্ষীকে বিতাড়নের নির্দেশ

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির অস্ট্রেলীয় দেহরক্ষী গ্যারি পিটার্সকে কানাডা থেকে বিতাড়িত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিএস টেলিভিশন গত মঙ্গলবার বলেছে, সাদির সাবেক দেহরক্ষী গ্যারি পিটার্স ‘যুদ্ধপরাধের সঙ্গে সম্পৃক্ত’ ছিলেন।
২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী তীব্র বিক্ষোভের মুখে সাদি ভুয়া কাগজপত্র দেখিয়ে মেক্সিকো পালিয়ে যান। গত বছরের জানুয়ারিতে মেক্সিকো কর্তৃপক্ষ একজন কানাডীয় নারী, একজন ডেনিশ ও দুজন মেক্সিকান নাগরিকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্রের সাহায্যে মানুষ পাচার এবং সংঘবদ্ধ অপরাধের অভিযোগ আনে। পিটার্স সিবিএস টেলিভিশনে এক সাক্ষাত্কারে বলেন, ২০১১ সালে জাতিসংঘ লিবিয়ায় গাদ্দাফি সরকারের ওপর অবরোধ আরোপের পরও তিনি সাদি গাদ্দাফির জন্য কাজ করেন। তবে কোনোভাবেই যাতে আইনের লঙ্ঘন না হয়, সে বিষয়ে তিনি সচেতন ছিলেন।
পিটার্স অভিবাসন ও শরণার্থী বোর্ডের নির্দেশের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন অথবা মানবিক কারণ দেখিয়ে আদেশটি বাতিলের জন্য অভিবাসনবিষয়ক মন্ত্রীর কাছে আবেদন করতে পারবেন। এএফপি।

No comments

Powered by Blogger.