সপ্তাহের নায়ক- হান্নান মিয়া, ফেরিওয়ালা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সম্প্রতি (গত ২৪ জানুয়ারি) চলন্ত বাসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় মেয়েটিকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটিকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার হওয়ার পেছনের নায়ক ফেরিওয়ালা হান্নান মিয়া।
তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আবদুল মোমিনবাসটা দেখে আপনার সন্দেহ হলো কেন?
ওই বাসটির দরজা-জানালা বন্ধ ছিল। চলছিলও খুব আস্তে। ড্রাইভার ছাড়া আর কেউ আছে বলে মনে হচ্ছিল না। এ জন্যই ভালো করে যখন খেয়াল করি, দেখি, ভেতরে একটা মেয়ের সঙ্গে ধস্তাধস্তির মতো কিছু একটা হচ্ছে।

কেন ওই বাসের পিছু নিলেন?
বাসের ভেতরে ওই দৃশ্য দেখে আমার খুব খারাপ লাগছিল। সবারই মা-বোন আছে। আজকে যদি আমার বোনকে এমন ঘটনার শিকার হতে হতো, আমি কি বসে থাকতাম?

আপনি কি মনে করেন আপনার মতো এ ধরনের কাজে অন্যরা এগিয়ে আসবে?
আসবে কি না তা জানি না। তবে আসা উচিত। পথেঘাটে অনেক কিছুই দেখি। দেখা গেছে, বাসের ভেতরে বৃদ্ধ দাঁড়িয়ে আছে আর তাঁর পাশেই ছেলের বয়সী একজন সিটে বসে আছে।

অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে—আপনার অনুভূতি কী?
মেয়েটি কাজে যোগ দিয়েছেন বলে শুনেছি। ভালো লাগছে। আমি চাই আসামিদের উপযুক্ত শাস্তি হোক। আর চাই, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

No comments

Powered by Blogger.