কবিতা- কোথায় যাবে সবিতা by মাহমুদ আল জামান

আমি তো মরে যাইনি, তবুও দ্যাখো
কেমন যেন লন্ডভন্ড সবকিছু
শূন্যতাকে নিয়ে খেলা করে মারণাস্ত্র
বীজ বপনের পরও অমল এক ঠিকানার জন্য
মানুষ যাচ্ছে কেঁদে কেঁদে
উন্মাদ হয়ে জলের ঘূর্ণি প্রার্থনায় প্রার্থনায়
আছড়ে পড়ছে পাড়ে
সবিতাও একদিন দাঁড়ালো এসে
বলেছিল, যাই, জলের ঘূর্ণির কাছে
কিন্তু তুমি কোথায় যাবে সবিতা?
প্রান্তরে প্রান্তরে আর্তনাদ, শূন্যতার খেলা, জলের ঘূর্ণির নিষাদে
ফের হারিয়ে গেছে অগ্রজের অটল বিশ্বাস
এদিকে মারণাস্ত্র, ওদিকে মারণাস্ত্র
কখনো খাণ্ডবদাহনে স্নান
শুধুই কান্না, নিখোঁজ মানুষকে প্রিয়জন নাম ধরে ডাকে
এ কেমন দেশ, এ কেমন হাওয়া
অলৌকিক অন্ধকারে বিপন্ন মানুষেরা
রাজপথে দেখছে ভেলকিবাজি, জাদুকরের মায়া
ফোটে না কোনো ফুল, রবীন্দ্রনাথের দামিনীর মতো
নারীর শরীরে তাপ কেবল হলকায়
জন্ম-জন্মান্তরের সাধও মেটে না
অবিরত ঝরে পড়ছে স্বপ্ন
পিপাসার্ত নারীর বিহ্বল দুঃখ জন্মের অহংকারে
গাঢ় বেদনার রঙে স্তব্ধ হয়ে থাকে
কোথায় যাবে তুমি সবিতা?

No comments

Powered by Blogger.