বিস্ময়কর- সময় মাত্র এক মিনিট!

দৈনন্দিন জীবনে এক মিনিটের হয়তো তেমন বড় ধরনের কোনো ভূমিকা নেই। কিন্তু এক মিনিট মোটেও হেলাফেলা করার মতো কোনো সময় নয়।
 আফ্রিকার জঙ্গলে রেইনবো বা রংধনু নামের একধরনের ফুল পাওয়া যায়। এ ফুলের বিশেষত্ব হলো, এক মিনিটের মধ্যে এর সাতবার রং পরিবর্তন হয়।
 আলোর গতি প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। মাত্র এক মিনিটে আলো অতিক্রম করে ১ কোটি ৮০ লাখ কিলোমিটার পথ।
 সবচেয়ে দ্রুতগতিতে ওড়ার জন্য সুইফট পাখির সুনাম আছে। এরা ঘণ্টায় ৩২২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এক মিনিটে এরা পাঁচ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়।
 লালমুখো বানরের বাস দক্ষিণ আমেরিকার বনে। এদের শরীরে কালো লোমে ঢাকা, কিন্তু মুখ লাল। লম্বা হাতে এরা দ্রুত গাছের ডাল থেকে ডালে লাফিয়ে যেতে পারে। এক মিনিটে আটটি লাফ দিতে পারে। এক লাফের দূরত্ব তিন মিটার।
 একটি মাকড়সা মাত্র এক মিনিটে নিজের তৈরি ছয় মিটার লম্বা সুতা দিয়ে জালের নতুন একটি অংশ বুনে ফেলতে পারে।
 ব্রাজিলে প্রতিবছর ঝড়ে অসংখ্য প্রাণহানি আর বিপুল ক্ষতি হয়। এসব ঝড়ের কোনোটি মিনিটে ১৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
 দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে প্রথমবারের মতো পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। সেবারই এর বিপুল ধ্বংস ক্ষমতা দেখা গিয়েছিল।
একটি পারমাণবিক বোমা
এক মিনিটে ৪৪ বর্গকিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।

No comments

Powered by Blogger.