ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ডাকাতের হামলায় ৩ যাত্রী নিহতঃ আহত ২নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ পুলিশ সাসপেন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা যাত্রীদের মারধর করে ট্রেন থেকে পাঁচ যাত্রীকে ফেলে দেয়।
এর মধ্যে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। এ ঘটনার পর ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের কুরুলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার সুধ মিয়া (৪৫) এবং তার প্রতিবেশী সাহানা বেগম (৩৫)। এ ছাড়া পুরুষ (৫০) নামে একজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত বিজয়নগরের রুবেল (৩০) জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া খোরশেদ আলম নামে একজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পুলিশ ও আহতদের সাথে কথা বলে জানা গেছে ভোর ৫টায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন সদর উপজেলার পাঘাচং পৌঁছলে লোকোমটিভের (ইঞ্জিন) পরের বগিতে ৮-১০ জন যুবক ওঠে। তখন বগিটিতে পাঁচজন যাত্রী ছিলেন। ট্রেনটি পাঘাচং ছাড়ার পরই ওই যাত্রীবেশি ডাকাতদল যাত্রীদের মারধর করে ও তাদের কাছ থেকে মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়। একপর্যায়ে একে একে সবাইকে ট্রেন থেকে ফেলে দেয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ কুরুলিয়া ব্রিজ এলাকা থেকে দু’জনের লাশ ও আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়।

আহত রুবেল জানান, গলায় মাফলার পেঁচিয়ে দু’জনকে ট্রেন থেকে ফেলে দেয়ার পর তাকেও একই কায়দায় ফেলে দেয়া হয়। এর আগে তার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতেরা।

এ দিকে খবর পেয়ে পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: রব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় খুনসহ ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রয়েছে। তা ছাড়া ঘটনা তদন্তে রেলওয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন বিকেলে আখাউড়ায় এসেছেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ট্রেনের নিরাপত্তার দায়িত্বে তার থানার তিনজন পুলিশ সদস্য ছিলেন। তবে তারা ডাকাতির বিষয়টি আঁচ করতে পারেননি। তার পরও বিভাগীয় ব্যবস্থা হিসেবে তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ট্রেনটির পরিচালক কামাল হোসেন ও চালক আবুল কালাম বলেন, ডাকাতির ঘটনা আমরা আগে টের পাইনি। ঢাকায় পৌঁছার পর জেনেছি।

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন : ট্রেনে ডাকাতির ঘটনায় নিরাপত্তাবাহিনীর পূর্বঞ্চলীয় চিফ কমাডেন্ট মো: ফারুক আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

রেলওয়ের জিএম মো: তাফাজ্জল হোসেন বৃহস্পতিবার রাতে জানান, যদিও বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হবে তবুও আমরা একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি ঘটনার তদন্তসহ ডাকাতি কিভাবে কমানো যায় সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। New R? � ” ��d ��d i-font-family:SutonnyMJ;mso-ansi-language:EN-US;mso-fareast-language: EN-US;mso-bidi-language:HI’>। ঋণপত্র স্থাপন এবং অভ্যন্তরীণ বিল ক্রয়ের মতো বহু বিষয়ে তাৎক্ষণিক অনলাইন সুপারভাইজরি রিপোর্টিংয়ের আবশ্যকতা আরোপ এবং জালিয়াতি ও প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে প্রধান নির্বাহী ও পর্ষদের অডিট কমিটি চেয়ারম্যানের স¦াক্ষরে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণবিষয়ক স¦মূল্যায়ন ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক দাখিল করতে বলা হয়েছে। রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংকগুলোর কার্যক্রমের বিশেষ মূল্যায়নপ্রক্রিয়া বছরের শুরুতেই হাতে নেয়া হয়েছে। এই ব্যাংকগুলোর কার্যক্রমের ত্রৈমাসিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ব্যবস্থাও নেয়া হচ্ছে।

No comments

Powered by Blogger.