বাণিজ্যমেলায় পারটেক্স প্যাভিলিয়ন ভেঙ্গে নিহত ১

 রাজধানীর শেরে-বাংলা নগরে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়নটি ভেঙে একজন নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রনি দাস (২৮) ওই প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। এদিকে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই বাণিজ্যমেলায় উপচেপরা ভিড় ছিল। প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতা-দর্শনার্থীদের দেখা গেছে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে। শনিবার সকাল থেকেই পারটেক্সে প্লাস্টিক প্যাভিলিয়নে নারী ক্রেতাদের ভিড় ছিল বেশি। দুপুরে ওই প্যাভিলিয়ন ভেঙ্গে পড়ার পর বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এদিকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার ব্রিগেডের কর্মীদের উদ্ধার কাজ শেষে পারটেক্সের ওই প্যাভিলিয়নটি বন্ধ করে দেয়।
সূত্রে জানা যায়, বাণিজ্যমেলা শেষ হতে বাকি আছে ৪দিন। এ মাসের শুক্র ও শনিবার ছুটির দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্যমেলায় এসেছেন স্রোতের মতো। শনিবার সকাল ১০টা থেকেই মেলা প্রাঙ্গণে দলবেঁধে এসেছেন তাঁরা। প্রতিটি স্টল ও প্যাভিলিনে শেষ মুহূর্তের ছাড়ে পণ্য কিনতে উপচে পরা ভিড় দেখা যায় ক্রেতাদের। দুপুরের দিকে হঠাৎ গোটা মেলা প্রাঙ্গণে খবর ছড়িয়ে পড়ে পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়ন ভেঙ্গে পড়েছে। মুহূর্তে মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ক্রেতা-দর্শনার্থীরা দিগি¦দিক ছুটোছুটি শুরু করেন। অনেকেই মেলার বাইরে এসে অবস্থান নেন। পারটেক্সের ওই প্যাভিলিয়ন ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে দমকল বাহিনী এসে হতাহতদের উদ্ধার করে। এ সময় ওই প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি রনি দাস (২৮) সহ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রনিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.