কাজের সময় ফেসবুক ব্যবহার দুর্নীতি!

সরকারি চাকরিজীবী ও সরকারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা অফিস চলাকালে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ব্যস্ত থাকতে পারবে না। যদি থাকেন তবে তা দুর্নীতি হিসেবে গণ্য হবে। এ নিয়ম করা হয়েছে মালয়েশিয়ায়।
দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এ কথা জানিয়েছে।
এমএসিসির উপপ্রধান কমিশনার দাতুক সুতিনাহ সুতান জানান, অফিসে যদি কেউ ব্যক্তিগত কাজে কমপক্ষে তিন ঘণ্টা সময় ব্যয় করেন তবে তা দুর্নীতি হিসেবে গণ্য হবে। কারণ, সরকার কর্মচারীদের নির্দিষ্ট কর্মঘণ্টা কাজের জন্য বেতন দিয়ে থাকে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে সময় ব্যয় করলে তাও দুর্নীতির শামিল হবে। সুতান জানান, কুমপুলান মেলাকা বেরহাদ (কেএমবি) নামের একটি প্রতিষ্ঠান দেশের দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড তদারক করে থাকে। তিনি আরো বলেন, অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজে নিজেকে ব্যস্ত রাখলে তা নিয়োগ চুক্তির লঙ্ঘন বলে বিবেচিত। এই ধরনের অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.