হিন্দু-মুসলমান সংঘর্ষে ভারতে নিহত ৪-কারফিউ জারি, পুলিশসহ আহত ২০০

ভারতের পশ্চিমাঞ্চলীয় ধুলে শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমান সংঘর্ষে চারজন নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছে ২০০ জন। গত রবিবার সন্ধ্যার ওই সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন থেকেই কারফিউ জারি করা হয়।
পুলিশ জানায়, মহারাষ্ট্র রাজ্যের ধুলে জেলার মাছিবাজার এলাকায় খাবারের দাম পরিশোধ করা নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে চার ব্যক্তির কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রেস্তোরাঁর লোকজন চার ব্যক্তিকে মারধর করে। পরে ওই চার ব্যক্তি আরো লোকজন নিয়ে আবারও ওই এলাকায় গেলে সংঘর্ষ বেধে যায়।
পুলিশ জানায়, সংঘর্ষে ১৮ বছরের এক তরুণসহ চার জন নিহত হয়। ১১৩ পুলিশ সদস্যসহ আহত হয় ২০০ জন। সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট এলাকায় রবিবার সন্ধ্যায় কারফিউ জারি করা হয়।
পুলিশের ওপর হামলা এবং জানমাল ক্ষতির অভিযোগ এনে ধুলে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আইজি দেবেন ভারতি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.