প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিৰক নিয়োগের লিখিত পরীৰার ফল প্রকাশ

প্রাথমিক শিৰা অধিদফতরাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের 'প্রধান শিৰক নিয়োগ ২০০৯'-এর লিখিত পরীৰা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীৰায় মোট ছয় হাজার পাঁচ শ' ছিষট্টি প্রাথর্ী কৃতকার্য হয়েছেন।
লিখিত পরীৰায় উত্তীর্ণ প্রাথর্ীদের মৌখিক পরীৰা গ্রহণের লৰ্যে তাঁদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে সংশিস্নষ্ট জেলা প্রাথমিক শিৰা অফিসে পাঠানো হয়েছে। এসব প্রাথর্ীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশিস্নষ্ট জেলা প্রাথমিক শিৰা অফিসের নোটিস বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া প্রাথমিক শিৰা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) লিখিত পরীৰায় নির্বাচিত প্রাথর্ীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে। মৌখিক পরীৰার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রত্যেক প্রাথর্ীকে জানানো হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.