চার ভাষায় সুজানার গান

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সুজানা আনসারের নতুন অ্যালবামের নাম মেহভাসা। এখানে তিনি হিন্দি, উর্দু, ফার্সি ও বাংলা—এই চার ভাষায় গান গেয়েছেন।
সুজানা জানান, আগামী ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের হাউস অব কমন্সে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে। মেহভাসা অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত সংগীত পরিচালক রাজা কাশেফ। পাশাপাশি তিনি সুজানার সঙ্গে দ্বৈত কণ্ঠে গানও গেয়েছেন। এরই মধ্যে মেহভাসা অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।
সুজানা প্রথম আলোকে বলেন, ‘আমার জন্ম যুক্তরাজ্যে। বড় হয়েছি সেখানে। আমার অ্যালবামটি হিন্দি, উর্দু, ফার্সি আর বাংলার এক মেলবন্ধন বলতে পারেন। শিগগিরই অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও ভারতীয় চ্যানেল জিটিভি ও বি ফোর ইউতে দেখতে পাবেন সবাই।’
জানা গেছে, আপাতত যুক্তরাজ্যে হলেও পরবর্তী সময়ে বাংলাদেশে অ্যালবামটি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেহভাসা অ্যালবামে মোট গান রয়েছে ১২টি। অ্যালবামে সুজানা একটি বাংলা গানও গেয়েছেন।

No comments

Powered by Blogger.