কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত জেলিফিশ- উপকূলজুড়ে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ জানুয়ারি কুয়াকাটা সৈকতের বেলাভূমে বৃহস্পতিবার দুপুর থেকে শত শত জেলিফিশ ভেসে আসছে। বালুচরে আটকেপড়া এসব জেলিফিশ হঠাৎ করে দেখতে পেয়ে পর্যটক-দর্শণাথর্ীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক-উৎকণ্ঠা দেখা গেছে।
কুয়াকাটা উপকূলীয় জেলে সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এগুলো সৈকতের দিকে আসতে থাকে। এগুলো জালে আটকাপড়ায় বহু জেলেকে জাল কেটে দিতে হয়েছে। পাশাপাশি মাছ ধরাও বন্ধ হয়ে গেছে। গত ১০ বছরেও এমনটি তারা আর দেখেননি বলে জানান। জেলে মোশাররফ জানান, 'এগুলো জালের সঙ্গে আটকে যাওয়ায় তার কয়েকটি জাল কেটে ফেলে দিতে হয়েছে।' জেলে আবুল হোসেনের মনত্মব্য, 'সামনের দিকে কোন বিপদ আছে এই কারণেই এইগুলা ভাইস্যা আইছে।' বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডির (সিএনআরএস) ফিল্ড বায়োলজিস্ট প্রদীপ কুমার দাসের সঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি জানান, সামুদ্রিক পানির স্বাভাবিকতা দ্রম্নত পরিবর্তন হচ্ছে_ এ কারণে জেলিফিশ গভীর সমুদ্রে অবস্থানের সহনশীলতা হারিয়ে ফেলছে। এ ছাড়া লবণাক্ততা হঠাৎ করে মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, জেলিফিশ হচ্ছে সামুদ্রিক কচ্ছপের খাবার। জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক কচ্ছপের আশঙ্কাজনক বিলুপ্তি ঘটায় এমনটি হতে পারে। তবে সৈকতের বেলাভূমে জেলিফিশ দেখে উপকূলজুড়ে সাধারণ মানুষের মাঝে দুর্যোগের আতঙ্ক বিরাজ করছে।

No comments

Powered by Blogger.