টেস্টটিউব বেবিতে ঝুঁকি বেশি?

বিশ্বে এক হাজার গর্ভবতী নারীর মধ্যে একজন পালমোনারি এম্বলিজম বা ভেনাস থ্রম্বসিসের মতো মারাত্মক ঝুঁকিতে থাকেন। কিন্তু এই ঝুঁকি অনেক বেড়ে যায় যদি তিনি আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সাহায্যে সন্তান নেন।
ব্রিটিশ মেডিকেল জার্নাল সম্প্রতি এ বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে। টেস্টটিউব বা আইভিএফের মাধ্যমে সন্তান নিলে ভেনাস থ্রম্বসিস (শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়া) হওয়ার ঝুঁকি প্রায় চার গুণ বেশি এবং পালমোনারি এম্বলিজমের (ফুসফুসে রক্ত জমাট বাঁধা) ঝুঁকি প্রায় সাত গুণ বেশি।

No comments

Powered by Blogger.