খাগড়াছড়িতে ৬ ভারতীয় জঙ্গী আটক

 পার্বত্য চট্টগ্রামের সামপ্রদায়িক দাঙ্গার নেপথ্যে ভারতীয় জঙ্গীদের হাত রয়েছে বলে একটি গোয়েন্দা সূত্রে আভাস পাওয়া গেছে। এ জঙ্গীদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক দল ও ৪ দলীয় জোটের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের গভীর সখ্য রয়েছে বলে জানা গেছে।
বুধবার সেনাবাহিনী খাগড়াছড়ি শহর থেকে এ ৬ ভারতীয় জঙ্গীকে আটক করে। বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে এ আঞ্চলিক দলটি ও ৪ দলীয় জোটের নেতৃবৃন্দরা তাদের ব্যবহার করে থাকে। এ ছাড়া এ জঙ্গীদের সঙ্গে রয়েছে অস্ত্র চোরাচালানীদের সম্পর্ক। মঙ্গলবার পার্বত্য খাগড়াছড়িতে সামপ্রদায়িক দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতীয় সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে ভাবিয়ে তোলে। একপর্যায়ে র্যাব সদস্যরা খাগড়াছড়িতে মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে তলস্নাশি চালানোর একপর্যায়ে শহরের কলাবাগান এলাকা থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফডির ৬ জঙ্গীকে আটক করতে সম হয়। আটককৃতরা হচ্ছে- এনডিন থিকিরা (৩৪) বিবেটর (২৭), বিবিজিৎ গিরি (২৫) বি বিথবাহী (২৩)। এরা সকলেই ভারতের আসমের শিলিগুরি জেলার বাসিন্দা। র্যাব তাদের খাগড়াছড়ি থানায় সোপর্দ করেছে।

No comments

Powered by Blogger.