২০ লাখ শিশু মারাত্মক ঝুঁকিতে

 হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর কমপৰে ২০ লাখ শিশু এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই শিশুদের ওপর দিয়ে গেছে এক অবিশ্বাস্য চোট আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ত তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে।
বহু আহত ও আতঙ্কিত শিশুরা নিজেরাই পরিস্থিতি মোকাবেলা করছে। বহু শিশু লাশের মধ্যে ঘুমাচ্ছে। ভূমিকম্প আঘাত হানার সময় হাজার হাজার শিশু তাদের স্কুলে ছিল। ব্রিটিশ দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন হাইতির বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই শিশুরা প্রচ- ভীতি ও বিপদের মধ্যে রয়েছে। বহু শিশু এতিম হয়েছে কিংবা হবে, অনেকে গুরম্নতর আহত। এদের জন্য জরম্নরী চিকিৎসা সাহায্য দরকার।
সংস্থা বলেছে, আরও হাজার হাজার শিশু তাদের পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা নিজেরাই ধ্বংসসত্মূপের মধ্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। খবর এএফপির।

No comments

Powered by Blogger.