স্ত্রীর মেইল হ্যাক করে গারদে

অনুমতি ছাড়া বউয়ের ই-মেইল পড়ার অভিযোগে পাঁচ বছর পর্যন্ত কারাভোগের শঙ্কায় পড়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। জানা গেছে, বউ কারো সঙ্গে প্রেম করছেন_এমন সন্দেহ থেকেই তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেন লিয়ন ওয়াকার নামের ওই লোক। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
লিয়ন ওয়াকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হ্যাকিং বিরোধী আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। ৩৩ বছর বয়সী লিয়নের সন্দেহ ছিল, তাঁর স্ত্রী ক্লারা তাঁর সাবেক স্বামীর সঙ্গে প্রেম করছেন। ক্লারার আগেও দুবার বিয়ে হয়। সন্দেহের প্রমাণ পেতেই কম্পিউটার-সংক্রান্ত নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে স্ত্রীর জি মেইল অ্যাকাউন্ট হ্যাক করেন লিয়ন। কাঙ্ক্ষিত প্রমাণও পেয়ে যান হাতেনাতে। অ্যাকাউন্টে থাকা মেইলগুলো থেকেই স্পষ্ট হয়ে যায়, স্ত্রী প্রতারণা করছেন তাঁর সঙ্গে। সূত্র : দ্য টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.