তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবি-প্রতিবেদন দিয়েছে শ্রীকৃষ্ণ কমিটি

তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার যৌক্তিকতা খতিয়ে দেখতে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে ওই প্রতিবেদন জমা দেয় শ্রীকৃষ্ণ কমিটি।
অন্ধ্র প্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা নামে নতুন রাজ্য গঠনের বিষয়টি পর্যালোচনার জন্য এ কমিটিকে দায়িত্ব দিয়েছিল সরকার।
পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছিলেন অঞ্চলটির রাজনৈতিক নেতারা। দাবির পরিপ্রেক্ষিতেই ২০০৯ সালের ডিসেম্বরে অন্ধ্র প্রদেশ বিভক্ত করার ঘোষণা দেয় ক্ষমতাসীন কংগ্রেস। তখন এ সিদ্ধান্তের বিরুদ্ধে অন্ধ্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। পরে বিষয়টি নতুন করে বিবেচনার ঘোষণা দেয় সরকার। এ সিদ্ধান্ত অনুসারেই ফেব্রুয়ারিতে সাবেক প্রধান বিচারপতি বি এন শ্রীকৃষ্ণকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। বৃহস্পতিবার চিদাম্বরম জানান, ৬ জানুয়ারির পর এ প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি অন্ধ্র প্রদেশের জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই তেলেঙ্গানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিদাম্বরম জানান, আগামী এক সপ্তাহে অন্ধ্রের প্রধান সব রাজনৈতিক দলের সঙ্গে শ্রীকৃষ্ণ কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করবে সরকার। রাজনৈতিক দলগুলো তেলেঙ্গানা গঠনের ব্যাপারে একমত হলে প্রথমে অন্ধ্রের পার্লামেন্টে ও পরে কেন্দ্রীয় পার্লামেন্টে বিষয়টি অনুমোদিত হতে হবে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.