প্রশিকাকে রক্ষার আহ্বান

 দেশের তৃণমূল এনজিও সংগঠনসমূহের পৰ থেকে তাদের স্বার্থ ও অসত্মিত্ব রক্ষায় প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্র রৰার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে তাঁরা বলেন, দেশের তৃণমূল সংগঠনগুলোর উন্নয়ন ও বিকাশে প্রশিকা গুরম্নত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রশিকার সহায়তায় এসব তৃণমূল সংগঠন আজ নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের উন্নয়ন ও স্বার্থ রৰা করে যাচ্ছে। আর এসবের কর্মকা-ের রূপকার প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কাজী ফারম্নক। প্রশিকা তৃণমূল পর্যায়ে কর্মরত সংগঠনগুলোর সাংগঠনিক দৰতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি সহায়তা দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি কতিপয় বিপথগামী ব্যক্তির কারণে প্রশিকার অসত্মিত্ব আজ হুমকির সম্মুখীন। তৃণমূল সংগঠনের বিকাশ ও সামাজিক ন্যায়বিচার বাধাগ্রসত্ম করতেই এসব বিপথগামী ব্যক্তি কাজী ফরম্নক আহমদকে রম্নদ্ধ করার প্রয়াস চালাচ্ছে। দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে কাজী ফারম্নকের মতো সংগঠক সরকারের সহায়ক শক্তি হতে পারে। এজন্য এ ধরনের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মানববন্ধনে বক্তৃতা করেন কাজী এনায়েত হোসেন, মাসুদা ফরম্নক রত্না, একেএম মাকসুদ, ফকির আব্দুল জব্বার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল হাই শামীম, আরিফ শিকদার, মনিরম্নজ্জামান বাবুল, কাঞ্চনবালা প্রমুখ।

No comments

Powered by Blogger.