রাজউক চেয়ারম্যান নূরুল হুদার পদত্যাগ?

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা গতকাল রবিবার পদত্যাগ করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। বিকেলে তিনি তাঁর পদত্যাগপত্র পূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন।
নূরুল হুদা অত্যধিক কাজের চাপের কারণে চিকিৎসকের পরামর্শে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
এ ব্যাপারে জানতে কালের কণ্ঠের পক্ষ থেকে রাতে নূরুল হুদার মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। বাসার ল্যান্ডফোনে ফোন করা হলে তাঁর ব্যবসায়ী ছেলে সাগর বলেন- 'বাবা ঘুমাচ্ছেন।' পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, 'বাবা পদত্যাগ করলে তো আমরা জানতাম।'
সূত্র জানায়, নূরুল হুদা গতকাল বিকেল ৪টা পর্যন্ত অফিস করার পর পূর্ত মন্ত্রণালয়ে যান। এরপর তাঁর পদত্যাগের কথা ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন থেকে মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর টানাপড়েন চলছিল।

No comments

Powered by Blogger.