মূল্যায়ন

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে অনেকেই অনেকভাবে সরকারের মূল্যায়ন করছেন। কিন্তু সমাজের সাধারণ জনতা কী ভাবছে? তা নিয়ে গবেষণা করেছেন মো. রায়হান কবির, চলুন তাঁর সঙ্গে—
এক হাঁস গেল মুদি দোকানে। দোকানিকে জিজ্ঞেস করল, ‘কমলা হবে?’
দোকানি বলল, ‘না।’
পাঁচ মিনিট বাদে হাঁস আবার গেল সেই দোকানে। জিজ্ঞেস করল, ‘কমলা হবে?’
দোকানি বলল, ‘না।’
আবার পাঁচ মিনিট বাদে হাঁস গিয়ে জিজ্ঞেস করল, ‘কমলা হবে?’
দোকানি তেড়ে গিয়ে বলল, ‘আর একবার যদি এই দোকানে পা রাখিস আর কমলা চাস তাহলে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখব!’
পাঁচ মিনিট বাদে হাঁস আবার ওই দোকানে গেল! গিয়ে জিজ্ঞেস করল, ‘দড়ি হবে?’
দোকানি বলল, ‘না।’
হাঁস জানতে চাইল, ‘তাহলে কমলা হবে?’

যোগাযোগব্যবস্থা মূল্যায়ন
আচ্ছা কাল ওর পরীক্ষা, ওকে পড়তে না বসিয়ে বাস ভ্রমণে পাঠাচ্ছেন কেন?

কী করব ভাবি, জ্যামের ভয়ে সব সময় পরীক্ষা শুরুর অনেক আগে বের হতে হতো, তাই ওকে বাসে পড়িয়ে অভ্যাস করে ফেলেছি। এখন বাসে ছাড়া পড়তে চায় না!

সামাজিক মূল্যায়ন
কী ব্যাপার, সকাল সকাল বর্ম পরছ কেন? চাকরি বাদ দিয়ে যাত্রাটাত্রায় যোগ দিয়েছ নাকি?

আরে না, কাগজে পড়লাম
আজ নাকি রাজধানীতে
আন্দোলন কর্মসূচি আছে, রাস্তাঘাটের যা অবস্থা কখন আবার কোন দিক থেকে
চাপাতির কোপ লাগে
কে জানে, তাই পরলাম
আর কী!

জ্বালানির অবস্থা মূল্যায়ন
বুঝলেন ভাবি, আপনার হাতের পিঠা খেয়ে মনে হচ্ছে গ্রামের মাটির চুলায় তৈরি পিঠা খাচ্ছি! নিশ্চয়ই আপনার হাতে জাদু আছে!

জাদু আপনার ভাইয়ের হাতের! এমন ফ্ল্যাট কিনেছে যার গ্যাস সংযোগ নেই, ফলে সত্যি সত্যিই মাটির চুলার পিঠা খাচ্ছেন! ওই দেখুন চুলা।

বিদ্যুৎব্যবস্থা মূল্যায়ন
এই সময়ে সবাই অভিনয় প্রশিক্ষণে ভর্তি হচ্ছে, কিন্তু তুইহঠাৎযাত্রাপালায় যোগ দিচ্ছিস কেন?

শোন, বিদ্যুতের যা অবস্থা তাতে নতুন সংযোগ পাওয়া খুবই টাফ। ভবিষ্যৎ প্রজন্ম টিভি দেখার বদলে লাইভ শো বেশি দেখব, তাই যাত্রায় ঢুকলাম।

No comments

Powered by Blogger.