নতুন সম্ভাবনার আশাবাদ- প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আজ রাশিয়া যাচ্ছেন



ঐতিহাসিক সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে নতুন সম্ভাবনাকে কাজে লাগানোর আশাবাদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাশিয়া যাচ্ছেন। চার দশকে এটাই হবে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার প্রথম মস্কো সফর।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার সাংবাদিকদের জানান, আগামীকাল মঙ্গলবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন শেখ হাসিনা।
দুই শীর্ষ নেতার বৈঠকের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও সমরাস্ত্র কেনার বিষয়ে চুক্তির পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপের অন্য দেশগুলোতে বাংলাদেশের বিশাল বাজার রয়েছে। সম্ভাবনা থাকার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সেভাবে বাড়েনি। অথচ কাজাখস্তান ও বেলারুশকে নিয়ে রাশিয়ার অভিন্ন কাস্টমস ইউনিয়ন রয়েছে। সেখানে ক্রেতার সংখ্যা ১৮ কোটি। এবারকার রাশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণের এ সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করা হবে।

No comments

Powered by Blogger.