নিউ ইয়র্কে খুনের ঘটনা রেকর্ড পরিমাণ কমেছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীতে এ বছর খুনের ঘটনা রেকর্ড পরিমাণ কমেছে। গতকাল শনিবার পর্যন্ত ৪১৪টি খুনের ঘটেছে, যা গত বছরের তুলনায় ১৯ ভাগ কম। প্রায় পাঁচ দশকের মধ্যেও এ সংখ্যা সবচেয়ে কম।
অপরাধের হার কমে আসায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। তাঁর দাবি, 'যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগরী নিউ ইয়র্ক এখন নিরাপদ।'
ব্লুমবার্গ জানান, গত বছর ৫১৫টি খুনের ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কে। এ বছরের খুনের সংখ্যা গত ৫০ বছরের তুলনায়ও কম। 'নিউ ইয়র্কের ইতিহাসে চলতি বছর খুনের ঘটনার হার সবচেয়ে কম। বন্দুক সহিংসতা বন্ধে আমরা সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করেছি। এরই প্রতিফলন অপরাধ কমে যাওয়া।' শিকাগো শহরে গতকাল পর্যন্ত ৫০০টি খুনের ঘটনা ঘটেছে। ১৯৬৩ সাল থেকে খুনের ঘটনার রেকর্ড রাখা হয়।
নিউ ইয়র্ক পুলিশ একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে ব্লুমবার্গ বলেন, আগ্নেয়াস্ত্র আইন কঠোরভাবে মেনে চলা এবং অপরাধ দমন করতে পুলিশের সাহসী ভূমিকার জন্য খুন কমেছে। তিনি বলেন, 'এর আগে খুনের ঘটনা রেকর্ডসংখ্যক কম ছিল ২০০৯ সালে। সে বছর খুনের ঘটনা ছিল ৪৭১টি। আমরা আগের রেকর্ড ভেঙেছি।' তবে খুনের ঘটনা কমলেও ধর্ষণ, ডাকাতি, নির্যাতন ও চুরির ঘটনা কিছুটা বেড়েছে। চলতি বছর নগরীতে বড় ধরের চুরির ঘটনা ৯ শতাংশ বেড়েছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরির ঘটনাও বেড়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.