যোগ্য মায়ের যোগ্য ছেলে সফল হবেন বিলাওয়াল

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে যোগ্য মায়ের যোগ্য সন্তান বলে উল্লেখ করে তার সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিলাওয়াল ভুট্টোর মা বেনজির ভুট্টোর মার্কিন বন্ধু এবং বক্তব্য লেখক মার্ক সিগেল।
এদিকে আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে পদার্পণের একদিন পর গতকাল পাকিস্তানের নিউজ  ইন্টারন্যাশনাল এক সম্পাদকীয়তে বলেছে বিলাওয়াল ভুট্টো আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে প্রবেশ করলেও তিনি এখনো পিপিপির পূর্ণাঙ্গ নেতা নন। বরং এখন তিনি নেতৃত্বের প্রশিক্ষণে রয়েছেন। বিলাওয়ালের রাজনীতিতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশের ব্যাপারে ওয়াশিংটন থেকে দীর্ঘ দুই যুগ ধরে বেনজির ভুট্টোর বক্তব্য লেখক আমেরিকান লবিস্ট মার্ক সেইগেল বলেছেন আমি মনে করি, পাকিস্তানে এখন রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। বিলাওয়াল একজন উদীয়মান রাজনীতিবিদ এবং তিনি সফল হবেন। ওয়াশিংটন থেকে তিনি দি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, পাঁচ বছর পার  হয়ে গেছে। কিন্তু এখনও আমার বিশ্বাস হয় না। তিন বলেন, আমাদের কাছে ‘জিয়ো ভুট্টো’ মানে অনেক কিছু। এর অর্থ হচ্ছে তিনি এখনাও বেঁচে আছেন। বিলাওয়ালকে তিনি শিশু অবস্থা থেকেই চেনেন। বিলাওয়ালকে একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা তার জন্য একটু অদভুত লাগে। মার্ক বলেছেন বৃহস্পতিবার দেয়া বিলাওয়ালের বক্তব্যকে তার রাজনৈতিক জীবন শুরুর সূচনা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। কারণ, মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। এদিকে নিউজ ইন্টারন্যাশনাল এক সম্পাদকীয়তে গতকাল বলেছে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যু বার্ষিকীতে গারহি খুদা বক্সে আয়োজিত অনুষ্ঠান ছিল মূলত পিপিপির নির্বাচনী জনসভা। ভুট্টো পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত স্থানে আয়োজিত এ জনসভা বেশ কয়েকটি ক্ষেত্রে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। এ জনসভাতেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিলাওয়াল ভুট্টো আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন। তার বাবা অবশ্য জোড় দিয়ে বলেছেন যে দলের পূর্ণাঙ্গ নেতার দায়িত্ব পালন না করে তরুণ বিলাওয়াল এখন প্রশিক্ষণের অধীনে থাকবেন। নিউজ ইন্টারন্যাশনাল মনে করছে আগামী দিনগুলোতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে বিলাওয়ালকে বিশেষ ভাবে সুরক্ষা দেয়া হবে। সম্পাদকীয়তে বলা হয়েছে, আসল কথা হচ্ছে এটি ছিল মূলত পাকিস্তানি পিপলস পার্টির নির্বাচনী জনসভা। এটাই যেহেতু প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলি জারদারির শেষ বড় জনসভা, তাই তিনি এ থেকে যতটা সম্ভব রাজনৈতিক সমর্থন আদায় করতে সচেষ্ট ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিন বৃহস্পতিবার জনসভায় বক্তৃতার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে অন্তর্ভুক্ত হন। সমাবেশে প্রথম রাজনৈতিক ভাষণে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বিলাওয়াল গণতন্ত্র রক্ষায় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তার মা গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছেন। তিনি সেই শহীদেরই উত্তরাধিকারী। বিলাওয়াল বলেন, একজন ভুট্টোকে মারলে ঘরে ঘরে আরও ভুট্টো জন্ম নেবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হাজার হাজার সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন। বেতার- টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত বক্তব্যে বিলাওয়াল বলেছেন, পিপিপি পাকিস্তানকে ছেড়ে যাবে না বা স্বৈরশাসকদের জনগণের অধিকার হরণ করতে দেয়া হবে না। সন্ত্রাসীদের জনগণের অধিকার ছিনিয়ে নেয়াকে প্রতিহত করা হবে। তিনি বলেন, আজকে আমি গারহি খুদা বকশের শহীদের সঙ্গে। আজকে আমি আমার মা ও নানার সঙ্গে। জুলফিকার আলি ভুট্টো ও বেনজির ভুট্টো আজও আমাদের মাঝে বেঁচে আছে। বেনজির ভুট্টোর প্রতি সম্মান ও বিলাওয়ালের বক্তব্য শোনার জন্য সিন্ধু প্রদেশের গারহি দেরা বকশে  ভুট্টো পরিবারের কবরস্থানে দুই হাজারের বেশি লোক সমবেত হয়েছিল। ২৪ বছর বয়সী বিলাওয়াল বলেন, দেশে দুই শক্তি রয়েছে। একপক্ষ সঠিক পথে আরেক পক্ষ মিথ্যার পথে। তিনি আরও বলেন, আমরা খুব কঠিন একটি পথ বেছে নিয়েছি। আমাদের পথ হচ্ছে গণতন্ত্র। যে পথে চলতে শিখিয়েছেন বেনজির ভুট্টো। আমরা সেখানে যাব যেখানে একটি উজ্জ্বল ও অগ্রসর পাকিস্তান আমাদের জন্য অপেক্ষা করছে। পিপিপি গণতন্ত্র এনেছে এবং আমরাই গণতন্ত্রকে রক্ষা করব। তালেবান বিদ্রোহীরা বেনজিরকে হত্যার পর থেকে বিলাওয়াল দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে এলেও আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না। পাকিস্তানের নিয়ম অনুযায়ী, ২৫ বছরের আগে কেউ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী ২৪ বছর বয়সী বিলাওয়াল আগামী বছর সেপ্টেম্বরে ২৫ বছরে পদার্পণ করবেন।

No comments

Powered by Blogger.