ছুটি ছাড়া ১৪ বছর!

গত ১৪ বছরে এক দিনের জন্যও ছুটি নেননি ভারতের রাজধানী নয়াদিল্লিতে কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর বালজিত সিং রানা। এমনকি তিন সন্তানের বিয়ের দিনও দায়িত্ব পালন করেছেন তিনি। ৬০ বছর বয়সী বালজিত সিং ৪০ বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন।
অসাধারণ সেবা দানের জন্য বালজিত সিং তাঁর কর্মজীবনে দুইবার রাষ্ট্রপতি পদক পেয়েছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও পুলিশের উপদেষ্টা হিসেবে আবার তাঁকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। তাঁর ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গেশ কাশ্যপ বলেন, 'এ রকম একটি কঠিন পেশায় যেকোনো কর্মীর ছুটির দরকার হয়; কিন্তু বালজিত গত ১৪ বছরে এক দিনও ছুটি নেননি। এ বিভাগে তাঁর মতো আর কাউকে খুঁজে পাওয়া কঠিন। আমরা তাঁকে নিয়ে গর্বিত।'
বালজিত সিংয়ের কৃতিত্বে পরিবারের সদস্যরাও গর্বিত। স্ত্রী সুশীলা বলেন, 'তিনি (বালজিত) ছুটি না নেওয়ায় প্রথম প্রথম আমরা খুব হতাশ হতাম; কিন্তু পরে মনে হলো, তাঁর ধরনটাই এমন। ছুটি না নিলেও যখনই তাঁকে আমাদের দরকার হয়, তখনই তাঁকে পাশে পাই। তাই ব্যাপারটা আমরা মেনে নিয়েছি।' সূত্র : বিবিসি অনলাইন।

No comments

Powered by Blogger.