লিবিয়ায় সুফি মাজার গুঁড়িয়ে দিয়েছে হামলাকারীরা

লিবিয়ায় এক সুফি সাধকের মাজার গত শনিবার বুলডোজার দিয়ে আংশিক ভেঙে ফেলেছে একদল হামলাকারী। রাজধানী ত্রিপোলিতে আল-শাব আল-দাহমানি মসজিদ চত্বরে মাজারটি অবস্থিত। অতিরক্ষণশীল সালাফিপন্থীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই।


গত দুদিনে দেশটিতে সুফি স্থাপনায় দ্বিতীয় হামলার ঘটনা এটি। এর আগে শুক্রবার সকালে জিলতান শহরে আরেকজন সুফি সাধকের সমাধিতে হামলার ঘটনা ঘটেছে। ১৫ শতকের ইসলামী চিন্তাবিদ আবদেল সালাম আল-আসমারের কবর রয়েছে সেখানে। পরপর এ দুটি হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সরকার। দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা বুলডোজার দিয়ে আল-শাব আল-দাহমানি মসজিদের কিছু অংশ ও সুফি সাধকের সমাধি গুঁড়িয়ে দিয়েছে। স্থানীয় অধিবাসী আবদুর রহমান নামের এক ছাত্র বলেন, 'সালাফিপন্থীদের একটি বড় দল বুলডোজার নিয়ে মসজিদ চত্বরে হামলা চালায়। তখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।' জিলতান মিলিটারি কাউন্সিলের কর্মকর্তা ওমর আলী বলেন, ঘটনার আগের দুদিন স্থানীয় উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলছিল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়। সালাফিপন্থীরা এ ঘটনার সুযোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'সংঘাত নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল নিরাপত্তা বাহিনী। এই সুযোগে সমাধিতে হামলা চালানো হয়েছে।' সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.