ওএমএস-ছবি কথা বলে

কেউ কেউ বলেন, আধুনিক নাগরিক জীবন মানে অসংখ্য সংবাদ, তথ্য ও উপাত্তের মধ্যে নিমজ্জিত হয়ে থাকা। এত কিছুর পরও যাপিত জীবনের অজস্র কথা না বলা থেকে যায়। অনেক কথার মধ্যে এমন সংবাদ, তথ্য, কথা থাকে যাকে বাক্যে বর্ণনা করা কঠিন, কখনও ভিডিওচিত্রে ধারণ করে শব্দ ছবির সাহায্যে প্রকাশ করলে তার অর্থ সম্পূর্ণ ধরা পড়ে


না। জীবনের অব্যক্ত এমন কোনো সত্য যদি সহসা আমাদের সামনে এসে উপস্থিত হয়, তবে আমরা কিছুটা চমৎকৃত হই বটে। এমনই এক আচানক চমক এনে দিল বৃহস্পতিবারের সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি ছবি। স্থান ঢাকার মিরপুর। সময় বুধবারের সকাল। প্রাইমারি স্কুলের ছাত্রী সাবিনা পথের পাশে একটি ভাঙা ইটের টুকরো রাখছে। যেখানে ইট বসাচ্ছে সাবিনা সেখানে একটু পর আসবে ওএমএসের ট্রাক। কম আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রি হবে ট্রাক থেকে। চাল কেনার জন্য দীর্ঘ লাইন তৈরি হবে একটু পর। সে লাইনে দাঁড়িয়ে চাল কিনতে হবে সাবিনার পরিবারকে। হয়তো চাল কিনতে ব্যর্থ হলে পরিবারটির দিনের খাওয়া নিশ্চিত হবে না। বাবা-মা কাজে চলে গেছে। পরিবারের সদস্য হিসেবে সাবিনার দায়িত্ব পড়েছে ওএমএসের লাইনে দাঁড়াবার। লাইনে দাঁড়াতে এসেছেও সাবিনা। কিন্তু ট্রাক আসা পর্যন্ত কিংবা লাইন ট্রাক পর্যন্ত পেঁৗছানো পর্যন্ত দাঁড়ালে তার চলবে না। কেননা ইতিমধ্যে তার স্কুল শুরু হয়ে যাবে। তাই লাইনে যেখানে সাবিনার দাঁড়াবার কথা সেখানে একটা ভাঙা ইট রাখছে সাবিনা। এ জায়গায় যে সাবিনা দাঁড়িয়েছে তার প্রমাণ এ ইট। সাবিনা চলে যাবে স্কুলে, কিন্তু এ ইটের জায়গায় এসে দাঁড়াবে তার মা। যথারীতি লাইন উজিয়ে চাল নিয়ে ঘরে ফিরবেন। ঢাকার নিম্নআয়ের একটি পরিবারের জীবন-সংগ্রাম এ একটি ছবির মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠল আমাদের সামনে। চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওএমএসের লাইন। নিম্নবিত্ত পরিবারগুলো ওএমএসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু খেটে খাওয়া মানুষগুলোর কাজের সময়েই মেলে ওএমএসের চাল। অনেককে হয়তো শুধু চাল সংগ্রহের জন্য কাজ কামাই করতে হয়। তাতে আয়ের সুযোগ কমে। সংকটের নতুন মাত্রা তৈরি হয়। এদিকটায় দৃষ্টি দেওয়া উচিত। অভাবের এই বাস্তবতার পাশে আছে আরেক ছবি। নিম্নআয়ের পরিবারের কন্যাসন্তানটি যখন স্কুলে যাওয়ার তাগিদ বোধ করে, তখন পরিবারটির ভবিষ্যৎ স্বপ্নটিও মুহূর্তে ছকে ফেলা যায়। হতাশা-আশার মেলবন্ধনে ছবিটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। আবার নিম্নআয়ের মানুষগুলোর পারস্পরিক সংহতি ও সহযোগিতার কথা মনে করলেও বিস্মিত হতে হয়। সাবিনার রেখে যাওয়া ইটকে যখন লাইনের একটি মানুষ গণ্য করে লাইন এগিয়ে যায় তখন বোঝা যায়, একটা নীতিবোধ ও সহমর্মিতার চর্চা ওএমএসের অভাবক্লিষ্ট লাইনেও চলে। অথচ কতভাবেই না, কত চাতুর্য করেই না পরস্পরকে টপকানোর চেষ্টা চলছে এ সমাজে। সাবিনাদের সংগ্রাম থেকে তাই শেখার আছে অনেক কিছুই।
 

No comments

Powered by Blogger.