ঈদে সালমার প্রেমের জানাজা

স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকলেও ভক্তদের কথা ভুলে যাননি সালমা। তাই ফোক ঘরানার শিল্পী সালমা প্রায় দুই বছর বিরতি শেষে আবারো শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন গানের এ্যালবাম। এ্যালবামের নাম ‘প্রেমের জানাজা’। তবে এই এ্যালবামে এবার সালমা একাই শুধু তার ভক্ত শ্রোতাদের জন্য গান করেননি।


সাথে আছেন তার স্বামী শিবলী সাদিক। এ্যালবামে সালমা গেয়েছেন পাঁচটি একক গান এবং শিবলী গেয়েছেন চারটি একক গান। দ্বৈত গান আছে সালমা ও শিবলীর একটি। এ্যালবামের জন্য গান লিখেছেন সালমার শ্বশুর মোস্তাফিজুর রহমান ফিজুসহ শেখ রেজা শানু ও শেখ ওয়াহিদ। পুরো এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। এছাড়া বেশ কয়েকটি গানের সুর করেছেন মোস্তাফিজুর রহমান ও শেখ ওয়াহিদ। দুবছর বিরতি শেষে আবারও গানের এ্যালবাম প্রসঙ্গে সালমা বলেন, ‘আমি তো সবসময়ই আমার ভক্ত শ্রোতাদের জন্য ভালো গান গাওয়ার চেষ্টা করি। এই এ্যালবামেও ঠিক তাই করেছি। সব সময়ই আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এবারও তাই গেয়েছি। আশা করি শ্রোতাদের ভালোলাগবে। পাশাপাশি আমার স্বামী শিবলীও খুব চমৎকার গায়। শ্রোতারা শুনেই না হয় তার ভালো মন্দের রায় দিবেন।’ সালমার এবারের এ্যালবামের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বন্ধু আমি তোর লাগিয়া আইলাম ঢাকা তোরে পাইলাম না, তারায় বুনা আকাশ দিবো জোছনা চাঁদের বাড়ি, যাইওনা যাইওনা বন্ধু ছাড়িয়া আমায় ইত্যাদি। উল্লেখ্য ২০০৬ সালের ক্লোজআপ চ্যাম্পিয়ন সালমার এ পর্যন্ত মৌলিক পাঁচটি গানের এ্যালবাম বাজারে এসেছে। সেগুলো হচ্ছে বানিয়া বন্ধু, বন্ধু আইয়্যো আইয়্যো, পরাণের বন্ধু, মাটির তারা ও বৃন্দাবন। বৃন্দাবন এ্যালবামটি ২০১০ সালে সর্বশেষ জি সিরিজ থেকে বাজারে এসেছিল। বর্তমানে সালমা দিনাজপুরের স্বপ্নপুরীতে শ্বশুরবাড়িতে আছেন। ঈদের পর সেখান থেকে ফিরেই তিনি স্টেজ শোতে নিয়মিত হবেন। পাশাপাশি নতুন আরেকটি এ্যালবামের কাজ শুরু করবেন। সালমার সাত মাস বয়সের এক কন্যাসন্তান রয়েছে নাম যার স্নেহা। সালমার প্রেমের জানাজা এ্যালবামটি চলতি সপ্তাহেই লেজার ভিশনের ব্যানারে বাজারে আসবে।
আনন্দকণ্ঠ ডেস্ক

No comments

Powered by Blogger.