কিশোরগঞ্জে পাঁচ দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় গতকাল বুধবার দিবাগত ভোররাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়েছে। এতে এক কোটি ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি বাসস্ট্যান্ডের চৈতি মোটরস দোকানে আগুন লাগে।
পরে পাশের ভৈরব অটো মোটরস, রাজলক্ষ্মী ট্রেডার্স, রুবেল অটো মোটরস ও মেম্বার পোলট্রিফিডের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ভোররাত চারটার দিকে কিশোরগঞ্জ, ভৈরব, কুলিয়াচর ও বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ভোর পাঁচটার দিকে আগুন নেভান তাঁরা।
ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে চৈতি মোটরসের ৭০ লাখ, ভৈরব অটো মোটরসের ৪০ লাখ, রুবেল অটো মোটরসের ২০ লাখ, মেম্বার পোলট্রিফিডের অন্তত তিন লাখ ও রাজলক্ষ্মী ট্রেডার্সের এক লাখ টাকার মালামাল পুড়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, নাশকতার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

No comments

Powered by Blogger.