গেমস-দৈত্য দানোর খেলা by সুমন পাটওয়ারী

কে রে তুই, কোন দৈত্য দানো, সব যে কেড়ে নিলি। কে রে তুই, কে রে তুই, সব সহজ শৈশবকে বদলে দিলি। সময় পাল্টায়, কিন্তু কিছু জিনিস কখনোই পাল্টায় না। যেমন, রূপকথার দৈত্য দানো কিংবা আদিম যুগের দেবদেবী। যাঁরা থাকতেন স্বর্গে, কিন্তু মাঝেমধ্যে মাটিতে নেমে আসতেন।


এর মধ্যে কেউ কেউ জিউসের দয়ায় মানুষ থেকে পরিণত হয়েছেন অর্ধদেবতায়। তাঁদের মধ্যে মানুষ ও দেবতার, উভয় গুণই রয়েছে। এ রকম অর্ধদেবতাদের নিয়ে বানানো হয়েছে ডেমিগড গেমটি। এর মধ্যে অর্ধদেবতাদের দুটি দল রয়েছে—সেন্টিনেল ও সোর্জ। দুটি দলেই অনেক শক্তিশালী যোদ্ধা রয়েছে। যাদের বেশ কিছু অদ্ভুত ক্ষমতা রয়েছে। এর মধ্যে থেকে একজন যোদ্ধাকে নিয়ে ধ্বংস করতে হবে প্রতিপক্ষের দুর্জয়-ঘাঁটি। গেমারকে সাহায্য করতে মিত্রপক্ষের ঘাঁটি থেকে কিছুক্ষণ পর পর নতুন সেনা গিয়ে যুদ্ধ করবে। এই সাহায্য শত্রু-মিত্র, উভয়ের জন্যই আসবে। গেমারের কাজ হবে শত্রু-সেনাদের মারা এবং তাদের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করে নিজের দলের সেনাদের এগিয়ে নিয়ে যাওয়া। গেমসে শত্রু-সেনা মারতে পারলে সোনার মোহর পাওয়া যাবে। সেই সোনা দিয়ে হিরোর জন্য বিভিন্ন পাওয়ার কিনে নিজের দলকে আরও শক্তিশালী করা যাবে। এ ছাড়া খেলতে থাকলে গেমসের লেভেল আপডেট হবে, ফলে গেমারের আঘাত করার ক্ষমতা ও জীবনীশক্তি বাড়তে থাকবে। গেমসটিতে মোট হিরো বা ডেমিগডের সংখ্যা হচ্ছে আট ও যুদ্ধের জন্য আটটি যুদ্ধক্ষেত্র দেওয়া হয়েছে, যা খুবই অপ্রতুল। আর অর্ধদেবতারা হলো: রুক, আনকিয়ার বিস্ট, টর্চবেয়ারার, ভ্যাম্পায়ার লর্ড, রেগুলাস, সেডনা, ওর্ক ও কুইন অব থর্ন। গেমটি দুভাবে খেলা যায়—অ্যাসাসিন্স ও জেনারেল মুডে। জেনারেল মুডে গেমারের সঙ্গে নতুন সেনা এসে যুদ্ধ করবে এবং অ্যাসাসিন্স মুডে গেমারকে একা একাই শত্রুপক্ষের সেনাদলের সঙ্গে মোকাবিলা করতে হবে। সব মিলিয়ে গেমসটি বেশ আকর্ষণীয়। আর গেমসের শব্দশৈলী ও অ্যানিমেশন খুবই সহজে গেমারকে গেমসের প্রতি আকৃষ্ট করবে।

যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তা
প্রসেসর: পেন্টিয়াম ফোর, ২.৪ গিগাহার্টজ বা এমডি এক্সপি ২৪০০+
ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট
র‌্যাম: ১ গিগাবাইট

No comments

Powered by Blogger.