বৈশাখী মেয়ে by খালেক বিন জয়েনউদদীন

বৈশাখী মেয়ে এল আমাদের গাঁয়েতে—
কপালেতে টিপ পরা রংমাখা পায়েতে।
ধান-কলা হাতে তার বাজে ঢাক-ঢোলক


হাসিখুশি মুখখানা নাকে দোলে নোলক।
বৈশাখী মেয়ে এল মেলা বসে মাঠেতে
খোকাখুকুর মন নেই আঁকাআঁকি পাঠেতে।
বাড়ি বাড়ি গান গায় মাতে নববর্ষে—
বরনের ডালাখানি হাতে নিয়ে হর্ষে।
তাই দেখে বৈশাখী হাসে বড় মুচকি
দই-চিঁড়ে-সন্দেশ আরও খায় ফুচকি।
সার্কাসের হাতি-ঘোড়া ভালুকের মায়াতে
এক বছর থেকে যায় পল্লির ছায়াতে।

No comments

Powered by Blogger.