বিশ্বকাপের মাসকট হাতি কেন?-কর্তৃপক্ষ জবাব চাই

দেশে একটা বিশ্বকাপ হচ্ছে। বিশ্বকাপ তো আর প্রতিদিন হয় না। এর জন্য চার-চারটি বছর অপেক্ষা করতে হয়। আর নিজের দেশে বিশ্বকাপ তো চার বছর পরও হয় না। অথচ সেই বিশ্বকাপের মাসকট একটা হাতি! হাতির সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা কী?


পৃথিবীর কোনো হাতি ক্রিকেট খেলেছে বলে তো মনে হয় না। কলাগাছ খেয়ে কূল পায় না, ক্রিকেট খেলবে কখন? অথচ চাইলেই কত সুন্দর সুন্দর মাসকট করা যেত। নদীমাতৃক বাংলাদেশের টলটলে নদীতে কী সুন্দর সুন্দর নৌকা ভাসে! সেই নৌকাকে কি মাসকট করা যেত না? কিংবা নদীর পারেই যে সবুজ খেতে ধানের শীষ বাতাসে দোলে, সেই ধানের শীষকেও তো মাসকট করা যেত। নৌকায় দেশের মানুষ নদী পার হয়, কত মানুষ নৌকা দিয়েই জীবিকা নির্বাহ করে। আর ধান উৎপাদন করে বাংলাদেশ পৃথিবী বিখ্যাত। ধানের চাল খেয়ে মানুষ বেঁচে থাকে। অথচ সেই নৌকা-ধানকে মাসকটে স্থান না দিয়ে ভোমা সাইজের এক হাতিকে মাসকট করা হয়েছে। এর মানে কী? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কবিতায় নৌকা, ধান—এসবের কথা লিখে রেখে গেছেন। অথচ বিশ্বকাপের মতো এত বড় একটা আয়োজনে বিশ্বকবির কথাকে পাত্তাই দেওয়া হলো না। ঘোরতর এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা যে একটি বিশেষ মহলের ষড়যন্ত্র তা বোঝার জন্য আইনস্টাইন হতে হয় না। যা-ই হোক, বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তাই কর্তৃপক্ষের উচিত অবিলম্ব্বে বিশ্বকাপের মাসকট পরিবর্তন করা। অনেকে ভাতের বদলে রুটি বা পরোটা খান, তাই আপাতত ধানের শীষের বদলে নৌকাই হতে পারে বিশ্বকাপের মাসকট।

No comments

Powered by Blogger.