আপনি কি জানেন-‘সুপারসনিক’ কনকর্ড

কনকর্ড পৃথিবীর একমাত্র আবিষ্কৃত যাত্রীবাহী বিমান, যা শব্দের চেয়েও দ্রুতগতির। ফ্রান্স ও ইংল্যান্ড যৌথ উদ্যোগে বেসামরিক বিমান পরিবহনের এই বিস্ময় কনকর্ড তৈরি করেছিল। ১৯৬৭ সালে তুলোসে এয়ার শোতে সর্বপ্রথম কনকর্ড বিমানের প্রদর্শনী হয়েছিল।


১৯৬৯ সালে ২ মার্চ ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স প্রথমবারের মতো তাদের বহরে কনকর্ড বিমান সংযুক্ত করে ফ্লাইট পরিচালনা করে। একই বছরের ৯ এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজ কনকর্ড বিমানের ফ্লাইট চালু করে। লন্ডনের হিথরো বিমানবন্দরে প্রথমবারের মতো কনকর্ড অবতরণ করে ১৯৭০ সালের ১৩ সেপ্টেম্বর। ২০০০ সালের ২৫ জুলাই প্যারিসের সন্নিকটে কনকর্ড দুর্ঘটনায় প্রাণ হারায় ১১৩ জন যাত্রী। বিভিন্ন সময় কনকর্ডে বিভিন্ন কারিগরি ত্রুটি আবিষ্কৃত হওয়ায় ২০০৪ সালের ২৪ অক্টোবর কনকর্ড বিমানের উড্ডয়ন চিরতরে বন্ধ করে দেয় ফ্রান্স ও ব্রিটেন। বর্তমানে স্বপ্নের কনকর্ড ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি জাদুঘরের শোভা বাড়িয়েছে।
 ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.