‘লজ্জাকর’

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সাংসদদের অশালীন বক্তব্য সরকারি দল, বিরোধী দল, সংসদ ও জাতির জন্য লজ্জাকর। গতকাল সোমবার সংসদে বিএনপির সাংসদ আসিফা আশরাফির বক্তব্যের পর সাংসদদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

গতকাল আসিফা আশরাফির বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁর বক্তব্য শেষে স্পিকার তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তা ঠিক না। অখ্যাত-কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, নিষিদ্ধপল্লি জাতীয় শব্দ বলতে পারেন না।’
এরপর সাংসদদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনারা গঠনমূলক বক্তব্য দিলে দেশবাসী প্রশংসা করবে। আজ (সোমবার) পত্রপত্রিকায় যা ছাপা হয়েছে তা লজ্জাকর। এ রকম হওয়া উচিত না। আমি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল সাহেবকে বলেছিলাম আলোচনার জন্য কিছু সিনিয়র সদস্যের নাম দিতে, যাতে সংসদের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। কিন্তু তিনি আমার কথা রাখলেন না।’
স্পিকার বলেন, ‘নিষিদ্ধপল্লির ব্যাপারে যেসব কথা হয়েছে, তা শোভন নয়। আমি তো বলতে পারি না কার নিষিদ্ধপল্লির অভিজ্ঞতা আছে। তবে তদন্ত হওয়া উচিত। তদন্ত আপনাদেরই করতে হবে।’
আসিফা আশরাফির বক্তব্যের সময় চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্পিকার সাংসদদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু চেঁচামেচি অব্যাহত থাকলে স্পিকার বলেন, ‘সংসদে স্পিকার যখন কথা বলেন তখন অন্যদের কথা বলার অধিকার নেই।’

No comments

Powered by Blogger.