মঙ্গা বিমোচন-যেতে হবে বহুদূর

মঙ্গা বলে পরিচিত বৃহত্তর রংপুর অঞ্চলের মৌসুমি দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকার যে দায়িত্ব গ্রহণের প্রথম থেকেই বিশেষ মনোযোগ দিয়েছিল, তা অস্বীকার করার অবকাশ নেই। ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও মঙ্গা দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল।

মঙ্গলবার সমকালের শিল্প বাণিজ্য পাতায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় গত অর্থবছরে কেবল কুড়িগ্রাম জেলায় তিনশ' কোটি টাকারও বেশি খাদ্যশস্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন দফতর, মহিলা বিষয়ক দফতর, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতর, বিআরডিবি, সমাজসেবা দফতরের মাধ্যমে অতিদরিদ্র নারী-পুরুষ, অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা ও স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের এসব সহায়তা দেওয়া হয়েছে। আমরা জানি, দেশের পিছিয়ে পড়া অঞ্চলের অন্যতম ওই জেলায় 'ন্যাশনাল সার্ভিস' নামে নতুন একটি কর্মসূচি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বাস্তবায়িত ওই কর্মসূচির আওতায় ইতিমধ্যে কমবেশি ৩১ হাজার বেকার তরুণ-তরুণী দুই বছরের অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিগত জোট সরকারের জাঁদরেল অর্থমন্ত্রী যেখানে 'মঙ্গা কী' বুঝতেই চাননি, সেখানে মহাজোট সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে এ ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচি গ্রহণ প্রশংসারই দাবি রাখে। তবে এত দ্রুত আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। মঙ্গা একটি বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ঘাটতির পরিণতি। কয়েকটি কর্মসূচির মাধ্যমে দুই বছরের মধ্যেই তা বিমোচন করা যাবে_ এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। আরও অনেক দূর যেতে হবে। এটাও ভুলে যাওয়া চলবে না যে, বছরের বিশেষ একটি সময়ে কর্মহীনতাই মঙ্গার প্রধান কারণ। ফলে শস্য মৌসুম সংক্ষিপ্তকরণ এবং বন্যা ও খরাসহিষুষ্ণ ফসল উদ্ভাবন ও প্রবর্তনে মনোযোগ বাড়াতে হবে। কৃষিনির্ভর ওই অঞ্চলে শিল্পায়নও জরুরি। পরিত্যক্ত খাসজমির সুষ্ঠু বণ্টনও কার্যকর ব্যবস্থা হতে পারে। নদীভাঙনেও মঙ্গা প্রকট আকার ধারণ করে। যমুনা-তিস্তার ভাঙন রোধ ও বন্যা ব্যবস্থাপনায় সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি, কুড়িগ্রামেরই কয়েকটি এলাকায় স্থানীয় জনসাধারণ নিজ থেকেই 'মঙ্গা জয়' করতে এগিয়ে এসেছে। এ নিয়ে সমকালে প্রতিবেদনও প্রকাশ হয়েছিল। তবে সমন্বিত চেষ্টা থাকলে মঙ্গার দৈত্যকে পরাস্ত করা কঠিন নয়।
 

No comments

Powered by Blogger.