যশোরের নেতা-কর্মীদের হাসিনা-আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করছে

প্রধান বিরোধী দল বিএনপির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনাবাহিনীকে উসকানি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।গতকাল বৃহস্পতিবার গণভবনে যশোর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি তোলা বিএনপির নেত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘আগামীতে তত্ত্বাবধায়ক সরকার এলে তাঁকে যে ক্ষমতায় বসাবেন, তাঁর নিশ্চয়তা কী? তত্ত্বাবধায়ক সরকার এসে যদি নির্বাচন না দেয়, তখন উনি কী করবেন?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগের তত্ত্বাবধায়ক সরকার তাঁর ছেলেদের পিটিয়ে দেশের বাইরে পাঠিয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে এদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেবে। আর উনাকে যে কী করবেন, কে জানে?’
সম্প্রতি বিরোধী দলের কর্মসূচির সময় কয়েকজনের হতাহত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি পাঁচটা মানুষ হত্যা করেছে। তাদের কারণে এতগুলো মানুষের জীবন গেছে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করছে। ...আর কত রক্ত পেলে উনি শান্ত হবেন?’
বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘খালেদা জিয়া সেনাবাহিনী নিয়ে খেলতে চাইছেন। উসকানি দিচ্ছেন। পঁচাত্তরের পর ১৯টা ক্যু (অভ্যুত্থান) হয়েছে। অনেক রক্ত ঝরানো হয়েছে। বিরোধীদলীয় নেত্রীর এই আত্মঘাতী খেলা বন্ধ করতে হবে। তাঁকে গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে।’
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, ‘অগণতান্ত্রিক পন্থায় সব সময় উসকানি দিয়ে দেশে একটা গন্ডগোল পাকানোই বিএনপির নেত্রীর চরিত্র। হঠাৎ করেই তিনি বললেন, সেনাবাহিনীতে গুম হচ্ছে। নানা উসকানিমূলক কথাবার্তা বলে তিনি গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন।’
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জেলা সভাপতি আলী রেজা রাজু এবং প্রতিটি উপজেলার তৃণমূল নেতারা বক্তব্য দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলীয় সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আহমদ হোসেন, কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

No comments

Powered by Blogger.