সিদরাতুলকে চাপা দেওয়া বাসটির চালক দুই দিনের রিমান্ডে

স্কুলছাত্রী সিদরাতুল মুনতাহা ওরফে পালোমাকে (৮) বাসচাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া চালক রহিজুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে কাফরুল থানার পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, গতকাল সকালে বাসচালক রহিজুল ইসলামকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।


শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার রাতে শিশু সিদরাতুলের বাবা খালেদ আজমল খান বাদী হয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে অপরাধজনক প্রাণহানির অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মিল্ক ভিটা কোম্পানির বাসচালক রহিজুলের বিরুদ্ধে মামলা করেন। অপরাধ প্রমাণিত হলে রহিজুল ১৪ বছরের সশ্রম দণ্ডে
অথবা বিনা শ্রম জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
গতকাল ইব্রাহিমপুরে অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয়ের ২ নম্বর শাখার প্রাঙ্গণে কালো ব্যানার ঝুলতে দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মনজুর মাহমুদ প্রথম আলোকে বলেন, মেধাবী শিক্ষার্থী সিদরাতুলের নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে গতকাল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ পরেছে। স্কুল শুরুর আগে শিক্ষক-শিক্ষার্থীদের জমায়েত অনুষ্ঠানে (অ্যাসেম্বলি) সিদরাতুলের জন্য দোয়া করা হয়।
একমাত্র সন্তান সিদরাতুলকে হারিয়ে তার মা-বাবা খাওয়া ছেড়ে দিয়েছেন। তাঁরা দুজনই প্রায় অসুস্থ হয়ে পড়েছেন।
গত বুধবার সকালে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মিরপুর ১৪ নম্বর এলাকায় শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে মিল্ক ভিটা কোম্পানির একটি বাস স্কুলছাত্রী সিদরাতুল মুনতাহাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। সিদরাতুল মনিপুর উচ্চবিদ্যালয়ের ইব্রাহিমপুর শাখার ইংরেজি মাধ্যমের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ক্লাসে তার রোল নম্বর ছিল ১।

No comments

Powered by Blogger.