৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু ৯ই ফেব্রুয়ারি

৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই। কনকনে শীতের মধ্যেই শহরে উষ্ণতা আনতে চলেছে বিশ্ববিখ্যাত এ উৎসব। আগামী ৯ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে অনেক চলচ্চিত্র তারকাই উপস্থিত থাকবেন। থাকবেন হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি, কিয়ানু রিভস, সালমা হায়েক, উমা টারম্যান এবং মেরিল স্ট্রিপ। মেরিল স্ট্রিপ এবার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ পাচ্ছেন। বলিউডের শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকেও বার্লিনে দেখা যাবে। ‘ডন ২’ ছবির শুটিং করে বার্লিনের সঙ্গে আরও একাত্ম হয়ে পড়েছেন কিং খান। অবশ্য এর আগেও তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। ১০ দিনের এ উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকছে মোট ১৮টি ছবি। প্রত্যেকটি ছবিরই প্রিমিয়ার হবে বার্লিনে। সেরা ছবি পাবে ‘গোল্ডেন বেয়ার’ বা স্বর্ণ ভালুক। বৃটিশ পরিচালক মাইক লেইয়ের নেতৃত্বে ৮ সদস্যের জুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবার প্রতিযোগিতা বিভাগে নজর কাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু ছবি। যেমন ইন্দোনেশিয়ার ছবি ‘পোস্টকার্ডস ফ্রম দ্য জু’। জিরাফ প্রশিক্ষক চিড়িয়াখানার  মধ্যেই একটি ছোট মেয়েকে কিভাবে মানুষ করছেন, সেটাই এই ছবির কাহিনী। রয়েছে এক বিদেশী উন্নয়ন কর্মীর অপহরণের কাহিনী নিয়ে ফিলিপাইন্সের ছবি ‘ক্যাপটিভ’। তবে প্রতিযোগিতার বাইরেও  প্রায় ৪০০টি ছবি দেখানো হবে। এবারে আফ্রিকার অনেক ছবি দেখানো হবে। দর্শকদের জন্য এটাই তো মূল আকর্ষণ। তারা ১০ দিন ধরে এক সিনেমা হল থেকে আরেকটিতে প্রবেশ করতে থাকবেন, স্বাদ নিতে পারবেন বিশ্ব সিনেমার। এবারের অন্যতম থিমও বিশ্বের বর্তমান ঘটনাপ্রবাহের সঙ্গে মানানসই ‘পরিবর্তনের মুঠোয় বিশ্ব’। গত এক বছরে আরব বিশ্বে পরিবর্তনের হাওয়া নিয়ে তৈরি বেশ কিছু ছবি স্থান পাবে এবারের উৎসবে।

No comments

Powered by Blogger.