মর্মন্তুদ সড়ক দুর্ঘটনা-সাইকেল, বাস ও ছোট্ট মুনতাহা

বুধবার সকালে নিজের মেয়ে সিদরাতুল মুনতাহা ও ভাইয়ের মেয়ে মুসাররাত মোস্তাফিজকে স্কুলে দিতে যাচ্ছিলেন শাহিদা সুলতানা। রাস্তা পার হওয়ার সময় একটি সাইকেল এসে ধাক্কা দেয় শাহিদাকে, তিনি পড়ে যান রাস্তায়। হাত থেকে ছিটকে যায় শিশু সিদরাতুল মুনতাহা। এ সময় মিল্ক ভিটার একটি স্টাফ বাস এসে পিষ্ট করে দিয়ে যায় শিশুটিকে। ঘটনাস্থলেই নিহত হয় মনিপুর স্কুলের ইব্রাহিমপুর শাখার দ্বিতীয় শ্রেণী পড়ূয়া মেধাবী শিক্ষার্থী সিদরাতুল। ক্লাসে তার রোল ছিল ১।


প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময় খুব ভালো ফল করেছিল সে। পুরস্কার ঘোষণা করা হয়েছিল এ সাফল্যের জন্য, কিন্তু সুন্দরবনে বেড়াতে যাওয়ার কারণে পুরস্কার নিতে পারেনি। কথা ছিল শিক্ষকরা তার হাতে পুরস্কার তুলে দেবেন। কিন্তু দেওয়া আর হলো না। পুরস্কার দেওয়ার বদলে শিক্ষক-শিক্ষার্থীরা এসে দাঁড়ালেন সিদরাতুলের ঘাতকের শাস্তির দাবিতে। দাবি জানালেন যেন স্কুলের নিকটবর্তী রাস্তায় স্পিডব্রেকার দেওয়া হয়। দাবি জানালেন ফুটওভার ব্রিজের, ট্রাফিক পুলিশ নিয়োগের। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালক গ্রেফতার হয়েছেন। শাস্তির নিশ্চয়তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এখন প্রশ্ন, প্রাপ্য শাস্তি কি চালক পাবেন? দেশের সড়কগুলোতে দুর্ঘটনার আধিক্য দেখে অনেকেরই মনে হতে পারে এ যেন এক দুরারোগ্য ব্যাধি। সড়কে চালকরা সাবধানে, দায়িত্বশীলতার সঙ্গে এবং আইন মেনে গাড়ি চালাবেন এটাই প্রত্যাশিত। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে রাজনীতির নানা চাপান উতোর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দোষী চালকদের শাস্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বেপরোয়া গাড়ি চালনার প্রবণতা বেড়েছে, বেড়েছে দুর্ঘটনার হারও। দুঃখজনক ঘটনা হলো, সিদরাতুলের মতো নিষ্পাপ শিশুদের নিহত হতে হচ্ছে এই সড়ক দানবদের হাতে। রাজধানী ঢাকা শহরে শিশুদের স্কুলে যেতে হয়, স্কুলের জন্য দীর্ঘ পথের রাস্তা পারাপারও করতে হয়। এই পথগুলোর কোনোটি নিরাপদ নয়। ফুটপাতে যখন-তখন উঠে পড়ে বাইসাইকেল, মোটরসাইকেল। বাস-ট্রাকের চেয়ে কম ভয়ঙ্কর নয় সেগুলো। পথচারীকে ধাক্কা দিয়ে নির্বিবাদে চলে যাচ্ছে এ যানগুলো, এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায়। সিদরাতুলের মৃত্যুর জন্য দায়ী একটি বাস ও তার বেপরোয়া চালক। কিন্তু একটি সাইকেল যদি সিদরাতুলের মাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে না দিত তাহলে হয়তো মায়ের হাতে নিরাপদে ধরা থাকত শিশুটি। হয়তো বেঁচেও যেতে পারত। একটি মূল্যবান প্রাণের অপচয় দেখতে হতো না আমাদের। সকলেই ঘাতক বাসকে দায়ী করছেন কিন্তু সেই বাইসাইকেল আরোহীর কথা কে বলবে? আমরা আর কোনো মূল্যবান প্রাণের অপচয় দেখতে চাই না। রাস্তা যাতে নিরাপদ হয় তার ব্যবস্থা চাই। স্কুলগুলোতে আমাদের শিশুদের যাত্রা নিরাপদ করার সব ব্যবস্থা হোক। আর চালকসহ দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা চাই।

No comments

Powered by Blogger.