নিলামে গাদ্দাফির রক্তমাখা শার্ট ও বিয়ের আংটি

লিবিয়ার লৌহমানবখ্যাত ও প্রজাদরদী প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির রক্তমাখা শার্ট ও তার বিয়ের আংটি নিলামে তোলা হয়েছে। গাদ্দফি নিহত হওয়ার সময় তার পরনে ছিল হালকা বাদামি রঙের শার্টটি। রক্তে রঞ্জিত ছিল এটি। আর, হাতের আঙুলে পরে ছিলেন রৌপ্যখচিত বিয়ের আংটিটি। লিবিয়ার নাগরিক আহমেদ ওয়ারফালি এগুলো কোনভাবে সংগ্রহ করেছেন। আর গাদ্দাফির ব্যবহৃত এ দুটি সামগ্রীর মূল্য হেঁকেছেন ২০ লাখ মার্কিন ডলার। আহমেদ মনে করছেন, ইউরোপে এ সামগ্রীগুলো বিক্রি করতে পারলে আরও বেশি লাভবান হবেন। অনলাইন ওয়েবসাইট অ্যারাবসটুডে ডট নেটে গাদ্দাফির পরিহিত আংটিটির একটি ছবিও পোস্ট করা হয়েছে। ১৯৭০ সালের ১০ই সেপ্টেম্বর সাফিয়ার সঙ্গে পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন তিনি। আংটিতে খোদাই করে গাদ্দাফির বিয়ের তারিখ উল্লেখ রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

No comments

Powered by Blogger.