দু’দলের একাদশ

ভারত: বিরাট কোহলি নাকি রোহিত শর্মা। সিদ্ধান্ত নেয়ার বিষয়। মেলবোর্নে কোহলির ব্যর্থতার পর রোহিতের সুযোগের পক্ষে ভারতের ম্যানেজমেন্টও। তবে নিশ্চিত হয়নি তা। রোহিত শর্মা সুযোগ পেলে টেস্ট অভিষেক হবে তার। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতাটা একবারে খারাপ নয় এই ড্যাশিং ব্যাটসম্যানের। ভারতের হয়ে এ পর্যন্ত ৭২টি ওয়ানডে খেলে নিয়েছেন রোহিত।
সম্ভাব্য দল : বীরেন্দর সেওয়াগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি/রোহিত শর্মা, এমএস ধোনি (উইকেটরক্ষক-অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, ইশান্ত শর্মা, উমেশ যাদব।
অস্ট্রেলিয়া: রায়ান হ্যারিসকে একাদশের বাইরে রেখেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন জয়ী দল অপরিবর্তিত রাখতে চেয়েছেন অসি থিঙ্ক ট্যাঙ্ক। তার আগে দল থেকে বাদ পড়েন অসি ইতিহাসে দ্বিতীয় আদিবাসী ক্রিকেটার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও মিশেল স্টার্ক। পার্থের পরের টেস্টে চার পেসার খেলালে সুযোগ হতে পারে হ্যারিসের।
ঘোষিত দল : ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইকেল হাসি, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), পিটার সিডল, জেমস প্যাটিনসন, নাথান লায়ন, বেন হিলফেনহস।

No comments

Powered by Blogger.