বাসাবাড়িতে গ্যাস সংযোগ-সাশ্রয়ী ও সহজলভ্য বিকল্প চাই

রকার মার্চ মাস থেকে ফের শিল্প ও বাণিজ্য খাতে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু একই সঙ্গে বাসাবাড়িতে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ করার সিদ্ধান্তটি নতুন সরবরাহ প্রত্যাশীদের হতাশ করবে। ঢাকার নাগরিকদের বড় অংশ পাইপলাইনের মাধ্যমে কম মূল্যে গ্যাস সরবরাহ পেয়ে অভ্যস্ত হয়ে উঠেছে। এখন এ ব্যবস্থাকে রহিত করার সিদ্ধান্তের ফলে মানুষের গৃহস্থালির কাজে


ব্যবহারের জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে হবে। কেরোসিনের উচ্চমূল্য সীমিত আয়ের পরিবারের মাসিক বাজেটকে স্ফীত করবে। একমাত্র গ্যাস সিলিন্ডার ব্যবহার পাইপলাইনে সরবরাহের বিকল্প হতে পারে। কিন্তু দেশে সিলিন্ডার গ্যাস দুষ্প্রাপ্য। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা অর্থাৎ সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ সহজলভ্য করার আগেই পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত দাবি করা যাবে না। তদুপরি সিলিন্ডারে সরবরাহকৃত গ্যাসের মূল্যও যে ভোজ্যতেলের বাজারের মতো কারসাজিতে অভ্যস্ত কারবারিদের নিয়ন্ত্রণে চলে যাবে না তার নিশ্চয়তা কী? এটা ঠিক, উন্নত দেশগুলোতে সাধারণত পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হয় না। সেখানে বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাসই ব্যবহার করতে হয়। তবে সেসব দেশে সিলিন্ডার গ্যাস সরবরাহের নেটওয়ার্ক সুবিন্যস্ত। যখন-তখন মূল্য বাড়ার আতঙ্ক কাজ করে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে সুবিন্যস্ত সরবরাহ নেটওয়ার্ক প্রতিষ্ঠা না করে গৃহস্থালি পর্যায়ে পাইপলাইনের মাধ্যমে নতুন করে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত রাজধানীসহ সারাদেশে বিরূপ প্রভাব ফেলবে। আমরা সরকারকে পাইপলাইনের মাধ্যমে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তটি এখনই কার্যকর না করে এ ব্যাপারে গণশুনানি অনুষ্ঠানের আহ্বান জানাই। ভবিষ্যতে যদি এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতেই হয়, তাহলে সিলিন্ডারে গ্যাস প্রাপ্তি সাশ্রয়ী ও সহজলভ্য করতে হবে। একই সঙ্গে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাসের মূল্য ও সিলিন্ডার গ্যাসের মূল্যের মধ্যে সমতা বিধান করতে হবে। প্রয়োজনবোধে প্রাথমিকভাবে সিলিন্ডার গ্যাসে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে, যাতে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস ও সিলিন্ডার গ্যাসের মূল্যে সমতা নিশ্চিত হয়।

No comments

Powered by Blogger.