ম্যানসিটিও হারলো

স্পোর্টস ডেস্ক: আগের দিন হেরে গিয়েছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এতে জয় নিয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল টেবিল শীর্ষ দল ম্যানচেস্টার সিটির। কিন্তু পারেনি তারা। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববারের ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষদের স্বস্তি দেয়া এ গোলটি ম্যানসিটি হজম করে খেলার ইনজুরি সময় শেষ হওয়ার মাত্র ৪ সেকেন্ড আগে। আর ব্লু-হাফ তারকাদের হতাশায় ডোবানো সান্ডারল্যান্ডের গোলের নায়ক দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড জি ডং ওন। এ ম্যাচের ফলে ২০১১  শেষ ও ২০১২ সালের প্রথম দিনটিতে অঘটন দেখলো ফুটবল বিশ্ব। রোববারের অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ব্রমউইচকে একমাত্র গোলে হারিয়েছে এভারটন। সান্ডারল্যান্ডের মাঠে পরাজয়সূচক গোলটি ম্যানসিটির হতাশা কয়েকগুণ বাড়িয়ে দিয়ে থাকবে আরেক কারণে। প্রায় ফাঁকা জালে গোল ঠেলে দেয়ার আগে টেলিভিশন রিপ্লেতে মনে হচ্ছিল অফসাইড ছিলেন জি ডং। তবে ম্যানসিটির এদিনের হারে প্রিমিয়ার লীগের শিরোপা লড়াইটি একপেশে হওয়ার সুযোগ কমলো। ৪৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান দু’টি ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। আগের দিন ড্র করে পয়েন্ট খোয়ানো টটেনহ্যাম তৃতীয় ৩৯ পয়েন্ট সংগ্রহ নিয়ে। ৩৬ পয়েন্টের আর্সেনাল চার নম্বরে। আর সমান ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ৫ ও ৬ নম্বর স্থান চেলসি ও লিভারপুলের।

No comments

Powered by Blogger.