আড়াইহাজারে লাশ নিতে এসে ডাকাতের হামলা, আহত ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: আড়াইহাজারে নিহত ব্যক্তির লাশ নিতে এসে ডাকাতের হামলায় আহত হয়েছে ৫ ব্যক্তি।  সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকাসহ ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার উচিৎপুরা হাজী বেলায়েত কলেজের সামনে। স্থানীয়রা জানায়, খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের মান্নানের স্ত্রী রমুজা বেগম (৫৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে আড়াইহাজার খাজা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর সংবাদ পেয়ে রাত ১১ টার সময়  মোহনপুর থেকে নিহতের ৫ আত্মীয় তার লাশ নিতে একটি সিএনজিযোগে আড়াইহাজার আসার পথে উচিৎপুরা হাজী বেলায়েত কলেজের সামনে ১৪/১৫ জনের একদল ডাকাত পাকা রাস্তায় খেরের গাধা ফেলে সিএনজি’র গতিরোধ করে। ডাকাতদল ৫ যাত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে তাদের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহতরা হলেন- মোস্তফা (৪০), রুবী বেগম (২৬), মতিন (৪৫), সদমেহের (৩৫) ও রতন (৪৬)।  আহত মোস্তফা জানান, ঘটনাস্থলে প্রতিরাতে পুলিশ থাকলেও ডাকাতির সময় সেখানে কোন পুলিশ ছিল না। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক আশরাফুজ্জামান ডাকাতির ঘটনা জানে না বলে জানান।

No comments

Powered by Blogger.