মেয়র লোকমান হত্যাকাণ্ড যেভাবে হাতবদল হয় সেই রিভলবারটি

মেয়র লোকমান হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবারটি যেভাবে হাতবদল হয় তার বিস্তারিত জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মীর দেলোয়ার হোসেন শরীফ। রিভলবারটি শরীফ তার প্রতিপক্ষকে হত্যা করতে ১ লাখ ৬০ হাজার টাকায় কিনেছিলেন কিলার শরীফের তাবলিগ সাথী সারোয়ারের কাছ থেকে। প্রথম দফায় পরিশোধ করা হয় ৯০ হাজার টাকা। লক্ষ্য হাসিলের আগেই পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।


আদালতে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন দেলোয়ার হোসেন। গতকাল শনিবার দুপুরে কঠোর নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ অস্ত্র মামলায় রিমান্ড শেষে মীর দেলোয়ার হোসেন শরীফকে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপতি কুমার বিশ্বাসের আদালতে হাজির করে। পরে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দেলোয়ার। বিকেল ৬টার দিকে শরীফকে কারাগারে পাঠানো হয়। ১১ ডিসেম্বর পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। ১৩ ডিসেম্বর তাকে অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ডে নিয়েছিল গোয়েন্দা পুলিশ।
মামলার তদন্ত সূত্র জানায়, নরসিংদী চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মীর দেলোয়ার হোসেন শরীফ (৪৫)। চিনিশপুর ইউনিয়নের নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক দেলোয়ার। প্রতিপক্ষ গ্রুপ গত ৮ অক্টোবর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালেও ছিলেন দেলোয়ার হোসেন। ওই ঘটনার পর দেলোয়ার হামলাকারীদের হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। এ জন্যই অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়।
যেভাবে হাতবদল হয় রিভলবারটি : লোকমান হত্যায় ব্যবহৃত জার্মানির তৈরি রিভলবার কিলার শরীফকে দিয়েছিল অক্টোবর মাসে। ১ নভেম্বর লোকমানকে হত্যার পর কিলার শরীফ রিভলবারটি তার তাবলিগ সাথী সারোয়ার হোসেনের কাছে রাখে। পরে অস্ত্রটি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে মীর দোলেয়ার হোসেন শরীফের কাছে। দেলোয়ার হোসেন জানিয়েছে, অস্ত্র বাবদ সারোয়ারকে ৯০ হাজার টাকা পরিশোধ করেছে। আর বাকি ৭০ হাজার টাকা পরিশোধ করার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। কিলার শরীফ গ্রেফতার হওয়ার পর দাবি করেছিল অস্ত্রটি সে পানিতে ফেলে দিয়েছিল।
লোকমান হত্যা মামলায় তিনজন রিমান্ডে : নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ, সারোয়ার হোসেন ও আওলাদ হোসেন রুবেল বর্তমানে হত্যা ও অস্ত্র মামলায় ১৪ দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল শনিবার ছিল রিমান্ডের পঞ্চম দিন।
মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী গোয়েন্দা পরিদর্শন মামুন রশীদ মণ্ডল জানিয়েছেন, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উপ-নির্বাচন ফরম সংগ্রহ : নরসিংদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গতকাল শনিবার মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন নিহত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল। এ ছাড়াও ফরম সংগ্রহ করেছেন আমজাদ হোসেন ভঁূইয়া, হাজি আফজল হোসেন মোল্লা ও শওকত হোসেন সরকার।

No comments

Powered by Blogger.